ঢাকাSunday, 11 May 2025, 28 Boishakh 1432

তিশা আমার মেয়ে না : কনকচাঁপা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ আগস্ট ২০২২ , ০৭:৩৪ পিএম


loading/img

একজন বাংলা গানের ভুবনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন অভিনয়ের। চেহারায় খানিকটা মিল থাকায় তাদের দুজনকে অনুরাগীদের অনেকেই মা-মেয়ে বলেই মনে করেন। বলছি সংগীতশিল্পী কনকচাঁপা ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কথা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব কনকচাঁপা। বিভিন্ন সময় নানান বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এবার তিশার সঙ্গে সম্পর্কের জল্পনা দূর করলেন তিনি।

তিশার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কনকচাঁপা লিখেছেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে। ছবিটি আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিনরুমে তোলা। আমি মনে মনে ভাবছিলাম, তিশার সঙ্গে ছবি তুলি। ঠিক সেই মুহূর্তেই তিশা বলল, মা আসো আমরা ছবি তুলি। পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কি ডাকি বলো।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘সত্যি কথা হলো, তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সঙ্গে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এজন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে। যার নাম ফারিয়া ইসলাম খান। তবে তিশাকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। এবার নিশ্চয় আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |