জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত চলচ্চিত্র ‘নদীর জলে শাপলা ভাসে’।
তাদের অভিনীত নতুন সিনেমাটি এ বছরের ১৯ নভেম্বরে মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহগুলোতে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারে মতো আনিসুর রহমসান মিলনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শিরিন শিলা। সিনেমাটিতে মাঝির চরিত্রে মিলন ও তারামন বানু চরিত্রে শিলা অভিনয় করেছেন।
এর আগে গত (২৩ জানুয়ারি) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর পায় বলে জানিয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।
সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘বর্তমান সময়ে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন। ঠিক সেভাবেই দর্শকের কথা মাথায় রেখে এ সিনেমার গল্প। বলা চলে গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি।’
ছবিটির চিত্রনায়ক আনিসুর রহমান মিলন এ প্রসঙ্গে বলে, প্রথমেই ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যদের। সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। আশা করি মুক্তি পেলে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন।
চিত্রনায়িকা শিরিন শিলা সিনেমাটির গল্প নিয়ে বলেন, ‘গ্রামের মাঝির বউ আমি। এ রকম গল্পের চরিত্রে এর আগে অভিনয় করিনি। তাই আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয় দর্শকের পছন্দ হবে।’
মেহেদী হাসান পরিচালিত এ সিনেমায় আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।