মিস ডিভা ইউনিভার্স ২০২২-এর শিরোপা জিতলেন কর্ণাটকের সুন্দরী দিভিতা রাই। তার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০২১-এর বিজয়ী হারনাজ সিন্ধু।
খেতাব জয়ের প্রতিক্রিয়ায় দিভিতা বলেন, ‘আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।’
দিভিতার জন্ম কর্ণাটকে। তবে বাবার চাকরির সুবাদে ভারতের অনেক শহরেই থেকেছেন তিনি। এই সুন্দরী পেশায় একজন মডেল। এ ছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকতে পছন্দ তার।
মিস ডিভা ইউনিভার্স ২০২২-এর আসরে তারকাদের অনেকেই অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-এর মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তরা আলো।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন