মুক্তির পরই ঝড় তুলেছিল ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। বড় বাজেটের বলিউড-হলিউড সিনেমাকেও টপকে গেছে পুষ্পা।
সুকুমার পরিচালিত এই সিনেমার নাম ভূমিকায় আছেন ‘আইকন স্টার’ খ্যাত তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। পর্দায় তার স্টাইল যেমন দর্শক মাতিয়েছে, তেমনি এই অভিনেতার সংলাপ (বিশেষ করে ‘ম্যায় ঝুকেগা নেহি’) ছোট-বড় বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এমনকি আল্লুর নাচের হুক স্টেপ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়।
গত রোজার ঈদে দেশের বাজারে এসেছিলো পুষ্পা নামের পোশাক। কলকাতা পুলিশও সাইবার ক্রাইম সচেতনতায় পুষ্পার সংলাপ ব্যবহার করে। এবার সনাতন ধর্মালম্বীদের দেবতা গণেশকে সাজানো হয়েছে পুষ্পার সাজে।
জানা গেছে, পুষ্পার সাজে সাজানো সেই গণেশের দেখা মিলেছে ভারতের মহারাষ্ট্রে। পুষ্পার মতো সাদা কুর্তা, পায়জামা পরিহিত একটি গণেশ মূর্তির ছবি ও ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা যায়, পুষ্পার আইকনিক পোজে গণেশের মূর্তি। গণেশের চার হাতের এক হাত আল্লু অর্জুনের স্টাইলে চিবুক ছুঁয়েছে। হাতে-গলায় সোনার চেইন, বেশভূষাতেও অবিকল পুষ্পার মতই। অবশ্য বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা নিজেদের মতো করে মতামত উপস্থাপন করছেন।
প্রসঙ্গত, মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পায় সিনেমাটি। মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়ে ‘পুষ্পা : দ্য রাইজ’। দুই পর্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের।