• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ২

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবিটি। সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত ৪ ডিসেম্বর। রেকর্ডের পাশাপাশি সিনেমাটি ঘিরে নানা বিপত্তিও ঘটছে। এ প্রিমিয়ার অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয় এবং তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারের সেই মর্মান্তিক ঘটনায় মামলাও হয় যার জেরে জেল পর্যন্ত যেতে হয়েছে আল্লুকে।

সেই ঘটনার সপ্তাহখানেক পর অন্ধ্রপ্রদেশের এক প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়। এ নিয়েও নানা সমালোচনা হতে থাকে। তবে এরইমধ্যে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় কারাগারে যেতে হয় আল্লু অর্জুনকে। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এখনো সেই জটিলতা কাটিয়ে উঠা সম্ভব হয়নি অভিনেতার।

এ ঘটনার ঠিক একমাস পর একই ঘটনার পুনরাবৃত্তি হলো। গত ৪ জানুয়ারি অভিনেতা রামচরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’র প্রিমিয়ারে এসে মৃত্যু হলো দুই ভক্তের। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে দু’জনের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যান উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন সিনেমার প্রযোজক। মৃতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

গেম চেঞ্জার সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজা মহেন্দ্র ভারামে। এখানে বন্ধুদের সঙ্গে অভিনেতার দুই ভক্ত এসেছিলেন। অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা ভ্যানের ধাক্কায় আহত হন ওই দু’জন। পরে হাসপাতালে নেয়া হলে ওই দুই ভক্তকে মৃত ঘোষণা করা হয়।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলে আল্লু অর্জুনকে বাঁচাতে মাঠে নামলেন বাবা
তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি
রাশমিকার চুড়িতে যেভাবে আহত হন আল্লু অর্জুন
ফের নতুন বিপাকে আল্লু অর্জুন