• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

এবার সঞ্জয় লীলা বানসালির সিনেমায় আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার সিনেমা মানেই হিট এবং ভিন্ন কিছু। এবার তার সিনেমায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে তাদের।

গত ৯ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আল্লু অর্জুনকে। তখন পর্যন্ত অভিনেতার মুম্বাইয়ে আসার কারণ জানা যায়নি। তবে বিকেলে বানসালির অফিস থেকে তাকে বের হতে দেখেই সিনেমা করার বিষয়ে কিছুটা আঁচ করেন নেটিজেনরা।

জানা গেছে, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে। তবে সেটা রণবীর-আলিয়া ও ভিকি কৌশলের ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেই কি না, তা জানা যায়নি।

এ দিকে বানসালির অফিসের সামনে আল্লু অর্জুনকে দেখে ভীষণ উচ্ছ্বসিত তার অনুরাগীরা। এখন থেকেই বলিউডের পর্দায় অভিনেতার হাইভোল্টেজ পারফরম্যান্স দেখার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করে দিয়েছেন তারা।

প্রসঙ্গত, হাজার কোটির গণ্ডি পার করে বক্স-অফিসে নতুন রেকর্ড গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। যদিও সিনেমাটির প্রিমিয়ারে অনুরাগীর মৃত্যু মামলায় জেলে একরাত কাটাতে হয়েছে তাকে। তবে একাধিক শর্তে জামিন পেলেও বিতর্ক পিছু ছাড়েনি তার।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ২
ছেলে আল্লু অর্জুনকে বাঁচাতে মাঠে নামলেন বাবা
তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি
রাশমিকার চুড়িতে যেভাবে আহত হন আল্লু অর্জুন