মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। বাবা হয়েছেন জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছেলেকে প্রকাশ্যে আনেন এই দম্পতি। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন তারা।
এদিকে রোববার (২ অক্টোবর) দুপুরে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের নতুন দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেল নীল পাঞ্জাবি, ধূসর কটি ও টুপি পরিহিত অবস্থায়।
ইংরেজিতে ক্যাপশন দিয়ে বুবলী যা লিখেছেন তার বাংলা অর্থ হচ্ছে, ‘আমার ছেলেকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দয়া করে তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।
প্রসঙ্গত, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা।
আরও পড়ুন... রোমান্টিক গানে জমেছে শাকিব-বুবলীর কেমিস্ট্রি
শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করছেন শাকিব-বুবলী। দেলোয়ার হোসেন দিলের গল্পে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। সিনেমাটি নির্মাণ করছেন তপু খান।