ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শিমুল মুস্তাফার ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ শুক্রবার

আরটিভি নিউজ

বুধবার, ০৫ অক্টোবর ২০২২ , ০৯:৫৯ পিএম


loading/img

বরেণ্য আবৃত্তিকার শিমুল মুস্তাফার একক আবৃত্তি পরিবেশনা ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ আয়োজন করছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার ৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানের সমন্বয়কারী হিসেবে থাকছেন নিপুণ নিয়ামত ও অলি আহমেদ পল্লব। 

বিজ্ঞাপন

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত এই অনুষ্ঠানের আয়োজনে থাকবে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং সার্বিক সহযোগিতায় থাকছে শিমুলের পাঠশালা ও বৈকুন্ঠ আবৃত্তি একাডেমীর সদস্যরা। 

নিপুণ নিয়ামত জানান, প্রতি বছরের মতো এ বছরও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিমুল মুস্তাফার এই আয়োজন ইতিমধ্যে দেশের আবৃত্তিপ্রেমীদের এক প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি জানান, এবারের আয়োজনে সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেবে বৈকুন্ঠ আবৃত্তি একাডেমী। 
এরমধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আসাদুজ্জামান নূরকে ‘আজীবন সম্মাননা পদক’, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহকে ‘শব্দ সারথি পদক’ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চীফ পেট্রন এবং চেয়ারম্যান সিমা হামিদকে ‘বৈকুণ্ঠ সম্মাননা পদক’ দেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |