ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তিনি। সম্প্রতি ‘বসন্ত বিকেল’ সিনেমাটি মুক্তি উপলক্ষে একটি ভিডিওবার্তা দিয়েছেন এ অভিনেত্রী।
মৌসুমী বলেন, প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুক্রবার (২১ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘বসন্ত বিকেল’। পরিচালক রফিক সিকদার। এই ছবির অন্যতম একজন অভিনেতা চিত্রনায়ক ওমর সানী। আপনারা সবাই হলে এসে ছবিটি দেখবেন। অনেক দিন পর আপনাদের প্রিয় চিত্রনায়ক ওমর সানীর সিনেমা মুক্তি পাচ্ছে। অবশ্যই আপনাদের হলে এসে দেখা উচিত।
‘বসন্ত বিকেল’-এর শিল্পী ও কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়ে প্রিয়দর্শনী বলেন, এই ছবির (বসন্ত বিকেল) কলাকুশলী এবং টিমের অন্যান্য যারা কাজ করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা। নতুন শিল্পীদের স্বাগতম। অভিনয়গুণে আপনারা সবাই ছবিটিকে সুন্দর করেছেন।
মৌসুমীর প্রত্যাশা, ‘বসন্ত বিকেল’ দর্শকদের অনেক অনেক ভালো লাগবে। আমারও ইচ্ছা আছে হলে গিয়ে ছবিটি দেখার। ইনশাআল্লাহ দেখব। আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার সঙ্গে দেখা হবে।
মৌসুমীর ভিডিওবার্তাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ‘বসন্ত বিকেল’-এর নায়িকা সুবহা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ প্রিয়দর্শিনী। আমার সবচেয়ে পছন্দের নায়িকা মৌসুমী আপু। তুমি আমাদের ছবি ‘বসন্ত বিকেল’ দেখতে আসলে আমি অনেক বেশি খুশি হব। আর আমার দুলাভাই ওমর সানী দুর্দান্ত অভিনয় করেছে। আশা করি ওমর সানী ভাইয়া আর তুমি হলে গিয়ে আমাদের ছবি ‘বসন্ত বিকেল’ দেখবে। আল্লাহ তোমাকে আর সানী দুলাভাইকে নেক হায়াত দান করুক। তোমরা সারাজীবন একসঙ্গে থাকো। ভালোবাসা রইল।
অন্যদিকে মৌসুমীর ভিডিওবার্তাটি পোস্ট করে নির্মাতা রফিক সিকদার লিখেছেন, প্রিয় নায়িকা মৌসুমী আপুকে ‘বসন্ত বিকেল’ নিয়ে এত সুন্দর উপমা দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।