পাঁচ বছর প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। গত শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি হোটেলে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন শেহতাজ। তিনি জানান, প্রীতম আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমরা যতটা না প্রেমিক-প্রেমিকা, তার চেয়ে বেশি ছিলাম বন্ধু।
শেহতাজের ভাষ্য, অনেকেই জানেন, শোবিজের যে কোনো কাজে আম্মু সব সময় আমার সঙ্গে থাকেন। এমনকি প্রীতমের সঙ্গে যেদিন প্রথম দেখা করেছি, সেদিনও আম্মু আমার সঙ্গেই ছিলেন। পরিবার থেকে শুরুতেই প্রীতমের সঙ্গে আমার দেখা করা নিষেধ ছিল। দীর্ঘ সময় দুজন দুজনকে জানার পর পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
সিলেটে বিয়ের আয়োজন প্রসঙ্গে এ অভিনেত্রী জানিয়েছেন, ডেস্টিনেশন ওয়েডিং করার পরিকল্পনা ছিলো। এজন্যই শ্রীমঙ্গলের মতো সুন্দর জায়গায় একটি রিসোর্ট বেছে নিয়েছিলাম। একদিন আগেই অতিথিরা সেখানে হাজির হন। আমাদের বিয়ের আয়োজনও শুটিংয়ের মতো মনে হয়েছে।
অন্যদিকে বিয়ের পর প্রীতম হাসান জানান, শেহতাজের সঙ্গে পাঁচ বছর প্রেম করেছি। ওকে (শেহতাজ) আমি শুরুতেই বলেছিলাম, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু তাই নয়, তার মায়ের মুখোমুখি হয়ে বলেছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব। তিনি বিভিন্ন শর্তের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন; যেখানে উল্লেখ ছিল কখন, কোন সময়, কী কী করতে হবে। আর এখন তো শেহতাজকে বিয়ে করেই ফেললাম। তার (শেহতাজ) মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।
প্রসঙ্গত, প্রীতমের ‘জাদুকর’ শিরোনামের গানে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখান থেকেই তাদের পরিচয়, অতঃপর প্রেম। বিয়ের মাধ্যমে নিজেদের দীর্ঘদিনের প্রেমকে পূর্ণতা দিয়েছেন এই জুটি। হাতে থাকা কাজগুলো গুছিয়ে দুই মাস পর জাপানে মধুচন্দ্রিমায় যাবেন নবদম্পতি।