ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

‘শের খান’ চরিত্রে নিজেকে প্রমাণ করার স্কোপ আছে : শাকিব  

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ , ১১:৪৭ এএম


loading/img
শাকিব খান

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। নিজের সুদর্শন লুক এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছে কোটি মানুষের ভালোবাসা। সম্প্রতি ‘শের খান’ শিরোনামে একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। ছবিটি নির্মাণ করছেন পরিচালক ও বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার। 
৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে এই ছবিতে চুক্তিবদ্ধ হন শাকিব। তবে ছবিতে অভিনয়ের পাশাপাশি সিনেমার একাংশের প্রযোজকও তিনি। সিনেমাটি প্রোডাকশন হাউজ ‘কপ ক্রিয়েশন’ থেকে নির্মাণ করা হবে। এ ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে ৪ নভেম্বর (শুক্রবার) ‘শের খান’ সিনেমার চুক্তি স্বাক্ষরের একটি ভিডিও প্রকাশ করেন শাকিব। সেইসঙ্গে ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ঢালিউডের এই কিং খান। 

বিজ্ঞাপন

সিনেমা প্রসঙ্গে শাকিব বলেন, সানী ভাই যে ধরনের ছবি বানায়, আমি বরাবরই চাইতাম এমন বড় আয়োজনের সিনেমায় কাজ করতে। এর আগেও তিনি বাণিজ্যিকভাবে পুলিশি অ্যাকশন সিনেমা করেছেন, যা দর্শকদের খুব ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। 

‘শের খান’র গল্প নিয়ে শাকিব জানান, সিনেমার গল্পটা যখন সানী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, তখনই চোখে চোখে ভিউজুয়ালাইজ করছিলাম গল্পের চরিত্রটি! দেখছিলাম গল্পের মানবতার ছাপ। প্রশাসনিক ব্যাপার, অ্যাকশন, ক্রাইম অপারেশন, থ্রিলার, দেশপ্রেম সবকিছু মিলিয়ে এক কথায় যদি বলি, চমৎকার গল্পে সাজানো একটি সিনেমা হতে যাচ্ছে ‘শের খান’।    

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অ্যাকশন বেইজ সিনেমাগুলো বড় পর্দায় দেখাতে গিয়ে গল্পটা খুব একটা ফুটে উঠে না। তবে এই দিক থেকে ‘শের খান’র বিশেষত্ব হচ্ছে এই সিনেমার শক্তিশালী গল্প। দর্শকদেরকে সিনেমার শেষ পর্যন্ত বসিয়ে রাখার মতো মজবুত একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। এই সিনেমায় শুধু আমার চরিত্র নয়, অন্যান্য চরিত্রেও রয়েছে মুগ্ধতার ছোঁয়া। নিজেকে প্রমান করার জন্য প্রতিটি চরিত্রের সব খানেই অভিনয়ের স্কোপ আছে।  

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই সিনেমার শুটিং শুরু হবে। তবে এখনও শাকিবের বিপরীতে কোন নায়িকাকে নির্বাচন করেনি পরিচালক সানী সানোয়ার। সব কিছু ঠিক থাকলে একই বছরের যেকোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |