জিম করতে গিয়ে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (৪৬) মারা গেছেন।
শুক্রবার (১১ নভেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, জিমে শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিদ্ধান্ত। পরে মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধান্তের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০০১ সাল থেকে অভিনয় শুরু করেন সিদ্ধান্ত। অভিনয়ের জন্য ২০০৭ সালে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হন তিনি। সিদ্ধান্ত সর্বশেষ ‘জিদ্দি দিল মানে না’ সিরিয়ালে অভিনয় করেছিলেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বলিউডের জনপ্রিয় অভনেতা সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডেও জিম করতে গিয়ে মারা যান। জিমে শরীরচর্চার সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাগরের। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।