শনিবার, ১২ নভেম্বর ২০২২, ২৬ কার্তিক ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-
সকাল ৯টায় : লাইভ টকশো: আজ পত্রিকায়
সকাল ৯টা ৪৫ মিনিটে : সকালের সংবাদ
সকাল ১০টা ১০মিনিটে : বাংলা ছায়াছবি: মনের সাথে যুদ্ধ। অভিনয়ে : মান্না, পূর্ণিমা প্রমুখ।
বিকাল ৫টায় ‘এক্সট্রা ইনিংস’ প্রচার করা হবে। প্রযোজক মাইন উদ্দনি মামুন।
রাত ৮টায় : শনিবারের বিশেষ নাটক
রাত ৯ টা ২০ মিনিটে : প্রতিদিনের ধারাবাহিক নাটক: ‘‘শান্তি মলম ১০ টাকা’’। রচনা ও পরিচালনা : হিমু আকরাম। অভিনয় করেছেন :- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান , আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ।
রাত ১০ টায়: ধারাবাহি নাটক: চিটার এন্ড জেন্টেলম্যান- প্রতি শুক্র, শনি, রবি, সোমবার। রচনা: সঞ্জিত সরকার। পরিচালনায়: সঞ্জিত সরকার। অভিনয়ে: মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।
রাত ১০ টা ৪৫ মিনিটে : রাতের সংবাদ
রাত ১১ টা ২০ মিনিটে : টকশো: গর্বিত বাবা। গর্বিত বাবা অনুষ্ঠানটি এমন বাবাদের নিয়ে সাজানো হয় যারা নিজেরা আর্থিক এবং অন্যান্য বিভিন্ন প্রতিকুলতার মধ্যে থেকেও সন্তানদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। উপস্থাপনা : আব্দুল মাতলুব আহমেদ
প্রযোজনা : উজ্জল রহমান
রাত ১২টা ১৫ মিনিটে : টকশো: মনের কথা
রাত ১.০০ টায় : মধ্যরাতের সংবাদ