ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মা হওয়ার পর প্রথম পোস্টে যা লিখলেন আলিয়া  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ , ০৩:৩৩ পিএম


loading/img
আলিয়া  

সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমানে মেয়েকে নিয়ে বাড়িতে আছেন তিনি। পুরো সময়টা সন্তানকেই দিচ্ছেন আলিয়া। মাতৃত্ব উপভোগ করছেন জানিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট করেছেন তিনি।  

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন আলিয়া। ছবিতে দেখা যায়, তার হাতে একটি কফির মগ রয়েছে। আর সেটিতে লেখা রয়েছে ‘মা’। ওই পোস্টের ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘এটাই আমি’।  

অভিনেত্রীর ওই পোস্টের কমেন্টবক্স ভরে গেছে ভক্ত-অনুরাগীদের বার্তায়। তবে অধিকাংশ অনুরাগীই তাকে তার সদ্যজাত সন্তানের ছবি পোস্ট করার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর (রোববার) কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তাই চলতি বছরটা অন্যরকম আনন্দের রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কাছে। চলতি বছর আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমাটি সাফল্য পেয়েছে। রণবীর কাপুরও দীর্ঘ বিরতি পর ফিরেছেন পর্দায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |