ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সুখবর দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ , ০৬:১২ পিএম


loading/img

দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।

বিজ্ঞাপন

দীর্ঘ আট বছর পর গত ঈদে ‘দিন দ্য ডে’ সিনেমাটি নিয়ে হাজির হয়েছিলেন এ নায়ক। বরাবরের মতো সেখানেও তার সঙ্গী ছিলেন বর্ষা। সিনেমাটি ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা হলেও থেমে থাকার পাত্র নন অনন্ত জলিল। খুব শিগগিরই নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

বুধবার (১৬ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড আইডিতে সিনেমাটির কিছু পোস্টার প্রকাশ পোস্ট করে লিখেছেন, খুব শিগগিরই আসছে ‘নেত্রী দ্য লিডার’।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় নেত্রী রূপে পর্দায় হাজির হবেন বর্ষা। তার দেহরক্ষী হিসেবে দেখা যাবে অনন্ত জলিলকে। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন নায়ক। তামিল পরিচালক উপেন্দ্র মাধবের পরিচালনায় এতে ভিলেনের চরিত্রে রূপদান করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াত, যিনি বলিউড সুপারস্টার আমির খানের ‘গজনি’ সিনেমায় ভিলেন হিসেবে হাজির হয়ে দারুণ সাড়া ফেলেছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |