মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসরকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। রোববার (২০ নভেম্বর) মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের এই আসর। বর্তমানে ফুটবল জ্বরে কাঁপছে সারাবিশ্ব। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপের এই উন্মাদনা।
ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলছেন সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। খেলা দেখার জন্য বুঁদ হয়ে আছেন দেশের অগণিত ফুটবল অনুরাগীরা। পিছিয়ে নেই বলিউড তারকারাও। অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক তারকারই ফুটবলের প্রতি ব্যাপক ঝোঁক রয়েছে। চলুন জেনে নিই বলিউড তারকাদের কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক-
অমিতাভ বচ্চন : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করেন। তবে লিওনেল মেসির খেলা দেখতেও তিনি পছন্দ করেন।
শাহরুখ খান : বলিউডের বাদশা অভিনেতা শাহরুখ খানের ফুটবলের প্রতি রয়েছে ব্যাপক ঝোঁক। তিনি ব্রাজিল দলের সমর্থক। তবে তিনিও অন্যান্যদের মতো লিওনেল মেসির খেলার ভক্ত।
জন আব্রাহাম : বলিউড অভিনেতা জন আব্রাহাম ফুটবলের প্রতি ব্যাপক নেশা রয়েছে। তবে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সাপোর্টার। তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি, আগুয়েরো, গঞ্জালো হিগুইন।
বিপাশা বসু : প্রাক্তন জন আব্রাহামের মতো তিনিও আর্জেন্টিনা দলকে সাপোর্ট করেন।
রণবীর কাপুর : অভিনেতা রণবীর কাপুর সুযোগ পেলেই ফুটবল খেলেতে মাঠে নেমে পড়েন। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সাপোর্টার।
অভিষেক বচ্চন : মেগাস্টার বাবার মতো অভিষেকও ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করেন তিনি। ১৯৮২ সাল থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন বলে জানান এই অভিনেতা।
ববি দেওল : স্কুলে থাকতে ফুটবল খেলতেন ববি দেওল। তবে এখন ফুটবল না খেললেও খেলা দেখেন তিনি। ব্রাজিল দলকে সমর্থন করেন ববি।
টাইগার শ্রফ : অভিনেতা টাইগার শ্রফ ভীষণ পছন্দ করেন ফুটবল খেলা। আর্জেন্টিনার দলের সমর্থক তিনি। তার কাছে ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি।
আদিত্য রায় কাপুর : অভিনেতা আদিত্য রায় কাপুর এমনিতে জার্মানি ফুটবল দলকে সমর্থন করলেও লাতিন ফুটবলে ব্রাজিল তার প্রথম পছন্দ। তবে লিওনেল মেসির খেলাও অনেক পছন্দ করেন তিনি।
সিদ্ধার্থ মালহোত্রা : ব্রাজিল ফুটবল দলের সমর্থক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।
অর্জুন কাপুর : বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ছিল রয়েছে তার পছন্দের তালিকায়।
আলী ফজল : ব্রাজিল দলকে সমর্থন করেন বলিউড অভিনেতা আলী ফজল।
কার্তিক আরিয়ান : তার পছন্দের দলটি একটু ধারার বাইরের। তিনি সমর্থন করছেন ক্রোয়েশিয়াকে।এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দ্বিতীয় দল হিসেবে পছন্দ করেন পর্তুগালকে।