ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আড়ালে থাকার কারণ জানালেন রণদীপ হুদা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ , ০২:০৯ পিএম


loading/img
রণদীপ হুদা

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুদা। ২০০১ সালে মীরা নায়ার পরিচালিত সিনেমা ‘মনসুন ওয়েডিং’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। ক্যারিয়ারে প্রায় দু’দশক ধরে কাজ করছেন তিনি। কিন্তু কখনই বলিপাড়ার কোনো তারকাদের অনুষ্ঠানে দেখা মেলে না রণদীপের। বরাবরই নিজেকে আড়াল করে রাখেন ‘মার্ডার থ্রি’ খ্যাত অভিনেতা।    

বিজ্ঞাপন

অবশেষে আড়ালে থাকার কারণ নিজেই জানালেন রণদীপ। তিনি বলেন, কখনই নিজেকে মহান কিছু ভাবেন না অভিনেতা। নিজেকে খ্যাতির জগৎ থেকে আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।

‘জিসম ২’ খ্যাত অভিনেতা বলেন, তিনি এখনও এমন কিছুই করেননি যে, তাকে বিলাসবহুল জীবনযাপন করবেন। তার কাছে পুরস্কারের কোনো গুরুত্বই নেই। সেগুলো শুধুই আপেক্ষিক মতামত বলে মনে করেন তিনি। জীবনে নিজের কাছে সৎ থাকাটা খুবই জরুরি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার কাছে নিজের চোখে সৎ মানুষ হয়ে বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা-ই হোক না কেন, আমি কোনোভাবেই ভান করতে পারব না।

প্রসঙ্গত, হলিউডে ২০২০ সালে ‘এক্সট্র্যাকশন’ সিনেমার মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন রণদীপ। রণদীপ অভিনীত পরবর্তী ওয়েব ফ্লিম ‘ক্যাট’-এ দেখা যাবে। সেখানে তিনি পাঞ্জাবের একজন পুলিশ তথ্যদাতার ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন। ছবিটি নির্মাণ করেছেন বলবিন্দর সিং জানজুয়া। শুক্রবার (৯ ডিসেম্বর) ছবিটির প্রিমিয়ার শো প্রদর্শিত হবে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |