ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অবশেষে দেশে ফিরেছেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ ডিসেম্বর ২০২২ , ১১:৩৭ পিএম


loading/img

দীর্ঘদিন ধরেই নাকের সমস্যায় ভুগছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত ২৭ নভেম্বর ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়। অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) বিকেলে দেশে ফিরেছেন শবনম ফারিয়া। তার নাকের অবস্থা আগের চেয়ে ভালো।

গত ২৮ নভেম্বর রাতে ক্যানোলা লাগানো হাতের একটি ছবি পোস্ট করে ফারিয়া লেখেন, সার্জারি হয়ে গেল কিন্তু অ্যানেস্থেশিয়া ও ব্যথানাশক ওষুধ খেয়ে মাথা ঘোরা গেল না। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। বরাবরের মতো আমি কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

অপারেশনের আগে অধিকাংশ সময়েই নিশ্বাস নিতে কষ্ট হতো ফারিয়ার। ভারতে ডাক্তার দেখানোর পর তিনি জানতে পারেন, নাকের জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ফারিয়া জানিয়েছেন, প্রায় এক বছর ধরে খেয়াল করছিলাম, শ্বাস নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। এ জন্য আমি অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। কিন্তু ভারতে ডাক্তার দেখানোর পর নিশ্চিত হলাম, আমার সমস্যাটা আসলে কার্ডিয়াক নয়, নাকে। আমার নাকে একটা বাঁকা হাড় আছে, আর সেটি দিন দিন আরও বেঁকে যাচ্ছে।

চিকিৎসকরা বলেছেন, হাড়টি কেটে ফেললে আমি সুস্থ হয়ে যাব, ইনশাআল্লাহ। অতঃপর অপারেশনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |