ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

আর্জেন্টিনার জয়ে যা বললেন পরীমণি  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ , ১০:১৫ এএম


loading/img
পরীমণি  

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি আর্জেন্টিনার অন্ধভক্ত। চলতি কাতার বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনায় ছিলেন অভিনেত্রী। আর্জেন্টিনা কি পারবে ফাইনালে উঠতে? এই চিন্তায় রীতিমতো কাঁপন ধরে গিয়েছিল অভিনেত্রীর বুকে।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এমনই শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত অভিনেত্রী। অবশেষে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে বিদায় করে স্বপ্নের ফাইনালের জায়গা নিশ্চিত করে অভিনেত্রীর পছন্দের দল আর্জেন্টিনা।  

প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখেন তিনি। শুধু দেখেন না, তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়াও জানান তিনি। বরাবরের মতোই ম্যাচ শেষে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন অভিনেত্রী। 

বিজ্ঞাপন

পরীমণি ওই পোস্টে লিখেছেন, হ্যাঁ, খুবই চমৎকার খেলেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে কয়েকটি ইমোজিও জুড়ে দেন পরী। আর সেই পোস্টের নিচে মুহূর্তেই ঝড় উঠেছে নেটিজেনদের মন্তব্যে। নিজের পছন্দের দলের এমন জয়ে অভিনেত্রীর মতো উচ্ছ্বাসিত ভক্ত-অনুরাগীরাও।     

প্রসঙ্গত, আর্জেন্টিনার জয়ে ব্যাপক উন্মাদনায় রয়েছেন পরীমণি। ছোট থেকেই মেসির ভক্ত তিনি। এবার বিশ্বকাপ পছন্দের দল আর্জেন্টিনার ঘরেই যাবেন বলে আশা পরীর। ক্রোয়েশিয়ার বিপক্ষের জয় যেন সেই আশাকে আরও ঘনীভূত হলো।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |