টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রাজ-পরীর দাম্পত্য। স্বামী রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন নায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আলাদা হয়ে গেছেন এই দম্পতি।
পরীর ভাষ্য, আমাদের (রাজ-পরী) এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে রাজ্য বড় হতে পারে না। তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।
তিনি আরও জানান, শারীরিকভাবে আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে!