তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। নিমার্ণে ইতোমধ্যেই দেশ ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন। তবে সম্প্রতি তার একটি স্ক্রিনশটে এখন নেটদুনিয়া উত্তাল।
মূলত একটি ডেটিং অ্যাপে এক তরুণীকে ‘কফি খাবা’ লিখে সমালোচনার মুখে পড়েছেন নুহাশ। স্ক্রিনশটটি অনলাইনে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
এসব আলোচনা-সমালোচনার মধ্যেই নুহাশ তেমন কোনো কিছু না বললেও তাকে দেখা গেছে টিকটক ভিডিওতে। হাতে ছিল এই মুহূর্তের অতি আলোচিত কফির কাপও।
সেই ভিডিওতে নুহাশের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং সংগীতশিল্পী প্রীতম হাসান।
রোববার ১ জানুয়ারি রাত পৌনে ১২টায় প্রকাশিত এই ভিডিওতে নুহাশের হাতে ছিল ধূমায়িত কফির মগ, প্রীতমের হাতে সফট ড্রিংকসের ক্যান। তাদের সমানে সুনেরাহর মুখভঙ্গিতে প্রশ্নবোধক অভিব্যক্তি।
ভিডিওতে ব্যবহার করা হয়েছে প্রীতমের গাওয়া ‘খোকা’ গানের দুটি লাইন- ‘আমার বন্ধু জানে সবই-কার সঙ্গে খাও কফি।’
প্রসঙ্গত, সম্প্রতি তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন পরিচালিত সাইকোলজিক্যাল হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয় অ্যান্থোলজি সিরিজ ‘পেটকাটা ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্ড্রোলজি সিরিজ। প্রকাশের পরপরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে এটি। পরবর্তীতে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকেও আমন্ত্রণ পান নুহাশ হুমায়ূন।