ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শিরিন শিলার দাবি নিয়ে মুখ খুললেন রাজ-পরী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ , ০৭:৪৩ পিএম


loading/img

‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে রাজ-পরীর সংসার ভাঙার খবর। ইতোমধ্যেই দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা শিরিন শিলার দেওয়া এক স্ট্যাটাসে গুঞ্জন ওঠে, অভিমান ভুলে ফের একসঙ্গে থাকছেন রাজ-পরী। তবে শিলার সেই দাবিকে অস্বীকার করে সংসার জোড়া লাগার খবরে পানি ঢেলে দিয়েছেন রাজ্যের বাবা-মা।

বিজ্ঞাপন

রাজ একটি গণমাধ্যমকে বলেন, ‘রাত থেকেই দেখছি, বিষয়টি নিয়ে কথা হচ্ছে। কিন্তু এটা ভুল। আমরা আমাদের সন্তানের জন্য হয়তো কখনও একসঙ্গে হবো। কিন্তু সংসার বা নিজেদের জন্য নয়।’

অন্যদিকে পরী জানান, তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত। সন্তানের জন্য একসঙ্গে হওয়া মানেই দাম্পত্য জীবন এক হওয়া নয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন শিরিন শিলা। ক্যাপশনে তিনি লেখেন, ‘অভিনন্দন দোস্ত পরীমণি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ, যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ-রাজ্যের জয় হোক।’

শিলার সেই পোস্টের পরই রাজ-পরীকে নিয়ে আলোচনা নতুন আঙ্গিকে মাথাচাড়া দিয়ে ওঠে। তার পোস্টে স্পষ্ট হয়, রাজ-পরীর মান-অভিমানের দ্বন্দ্বের অবসান ঘটেছে। যে কারণে নেটিজেনদের অনেকেই এই তারকা দম্পতিকে শুভকামনা জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |