• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিদ্যার সমালোচনা করলেন কারিনা! 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:২১
বিদ্যার সমালোচনা করলেন কারিনা! 

বলিউডের অনেক তারকাই নিজেদের কাজ দিয়ে সাড়া ফেলেছেন বক্স অফিসে। মাঝে আবার দীর্ঘদিন কাজহীনও ছিলেন তারা। ওই সময় নিজের সঙ্গে মানানসই নয় এমন কাজও করেছেন অনেকে। তবে ওই সব কাজের কোনোটি বেশ ব্যবসা সফল হয়েছে, আবার অনেক ছবিই সমালোচনার জন্ম দিয়েছে।

এমনই একটি ছবি বিদ্যা বালান অভিনীত ‘ডার্টি পিকচার’। ওই সময় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবননির্ভর ছবিটি ব্যবসায়িক সাফল্য পেলেও ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের আলোচনাই দেখা গেছে। যার ধারাবাহিকতা এখনও বিদ্যমান রয়েছে।

আর এই ছবিকে কেন্দ্র করেই বিদ্যা বালানের সমালোচনা করেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বামী সাইফ আলী খান সম্পর্কে বলতে গিয়ে বিদ্যার সেই ছবিটির প্রসঙ্গ টানেন তিনি।

কারিনা বলেন, বিদ্যা বালান ২০১১ সালের হিরো। আমি সাইফকে বেশ কয়েকবার একসঙ্গে বসে ‘দ্য ডার্টি পিকচার’ ছবিটি দেখার কথা বলেছি। কিন্তু সে কিছুতেই রাজি হয়নি এটা দেখার জন্য। হয়তো সাইফ ভয় পাচ্ছিলেন, যে আমিও যদি ওই ধরনের করতে চাই। যদিও আমি এ ধরনের ঝুঁকি নিতে পারব কি না, সেটা জানি না।

তবে কারিনার এমন মন্তব্যে কেউ কেউ প্রশংসার আভাস পেলেও অনেকে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন। তাদের দাবি, ওই ধরনের সিনেমা’ বলে বাজে ছবির দিকে ইঙ্গিত করেছেন কারিনা। কারণ, দীর্ঘদিন সাইফের সঙ্গে বিদ্যার প্রেম নিয়ে মুখরোচক আলোচনা-সমালোচনা ছিল। তাই হয়তো আজও বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না কারিনা! যদিও নেটিজেনদের এমন সমালোচনাকে কোনো পাত্তাই দেননি এই অভিনেত্রী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে মোদির সঙ্গে দেখা করল কাপুর পরিবার
কারিনাকে বিয়ে করায় খুনের হুমকি পান সাইফ, অতঃপর...
বিদ্যা বালানের ভিডিও ভাইরাল
কারিনা ভেবে বিমান কর্মীকে জড়িয়ে ধরলেন সাইফ, অতঃপর...