ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহ্নবী 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ১০:৫৫ এএম


loading/img

বলিপাড়ার এ প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর। শৈশবে সৎ ভাই অর্জুন কাপুরের সঙ্গে খুব একটা সুসম্পর্ক ছিল না এই অভিনেত্রীর। তবে মা শ্রীদেবীর অকস্মাৎ মৃত্যুর পর বেশ সখ্যতা তৈরি হয়েছে দুজনের মধ্যে। জাহ্নবী প্রায় সময়ই নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

বোন জাহ্নবী সম্পর্কে অর্জুন জানান, নিজের সামর্থ্যের ওপর একেবারেই আত্মবিশ্বাস নেই তার। এ কারণে প্রায় সময়ই সে নিরাপত্তাহীনতায় ভোগে।

অভিনেতার আসন্ন সিনেমা ‘কুত্তে’র প্রচারণার সময় এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, নিজের ওপর তার আস্থা নেই। সে সবসময় মনে করে, আমি করতে পারব কী? 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিরাপত্তাহীনতায় ভুগলেও ঝুঁকি নিতে কখনও পিছপা হন না জাহ্নবী। কিন্তু ও (জাহ্নবী) কার মেয়ে সে সম্পর্কে ভাবে না এবং এটা ভাবা খুবই গুরুত্বপূর্ণ। ওর ছবি বাছাই খুব ভালো। আমি মনে করি, ও এমন একটা সময়ে এসেছে যখন ওকে নির্ভীক হতেই হবে। একজন শিল্পীর এর চেয়ে সুন্দর গুণ আর কিছু হতেই পারে না।

অভিনেতা আরও বলেন, সে (জাহ্নবী) ভালো সুযোগ পাচ্ছে এবং তার ক্যারিয়ার এগিয়ে নিচ্ছে। আমার ধারণা, সামনে খুবই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে জাহ্নবীর জন্য।

প্রসঙ্গত, অর্জুন ও জাহ্নবী দুজনেই বনি কাপুরের সন্তান। বনির প্রথম স্ত্রী মোনা শৌরির ছেলে অর্জুন কাপুর। অন্যদিকে, জাহ্নবী কাপুর বনির দ্বিতীয় স্ত্রী এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে।   

বিজ্ঞাপন

খবর : হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |