শুটিংয়ের পরে তিনি যখন বাড়ি ফিরতেন, তখন তার অনেকটা সময়ই কাটতো প্রিয় পোষ্য ‘ফাজ’-এর সঙ্গে। সুশান্ত বাড়ি ফিরলেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে আদর খেত ‘ফাজ’। এখন আর সুশান্ত নেই।
কয়েক দিন পরই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের জন্মবার্ষিকী। তার আগেই মৃত্যু হলো অভিনেতার প্রিয় পোষা কুকুর ল্যাব্রাডর ফাজের। সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকে কাতর ছিল কুকুরটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে শোকের খবরটি জানিয়েছেন সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং।
সুশান্তের সঙ্গে ফাজের ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে লিখেছেন, ফাজ, তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে যোগ দিলে। তোমাদের অনুসরণ করব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত হৃদয় ভাঙা থাকবে।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যু আজও মেনে নিতে পারেন না তার অনুরাগীরা। দেখতে দেখতে কেটেও গেছে প্রায় আড়াই বছর। জানা যায়, অভিনেতার মৃত্যুর পর মুম্বাই থেকে ফাজকে পাটনায় নিয়ে এসেছিলেন তার বাবা। সুশান্তের মৃত্যুর পর থেকেই মনমরা ছিল সে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।