• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

অবশেষে টুইটারে ফিরলেন কঙ্গনা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০৬
অবশেষে টুইটারে ফিরলেন কঙ্গনা 

অবশেষে টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন কঙ্গনা রানাউত। প্রায় ২০ মাসেরও বেশি সময় পর টুইটারে ফিরতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়। টুইটারে ফিরেই উচ্ছ্বসিত হয়ে নিজের অনুভূতি জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

অভিনেত্রী ওই পোস্টে লিখেছেন, সবাইকে নমস্কার। সেই সঙ্গে আবার ফেরত এসে ভীষণ ভালো লাগছে।

এদিকে, মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তার টুইটে ভিউ সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে নিজের আগামী ছবি ইমার্জেন্সির শ্যুটিং শেষের কয়েকটি ভিভিও পোস্ট করেছেন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা নিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের বিতর্কিত পোস্ট দিতেন কঙ্গনা। এ কারণে ২০২১ সালের ৪ মার্চ অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। একাধিকবার কঙ্গনার পোস্ট টুইটার পলিসির আচরণবিধি লঙ্ঘন করায় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।



মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবেদ আলীর অ্যাকাউন্টে ৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
ইসকনের অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা
এফএসআইবি ব্যাংকে এস আলম পরিবারের ১২৫ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
৪০০ নয়, হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা!