• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ইউএনও হচ্ছেন সাবিলা নূর!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৭
ইউএনও হচ্ছেন সাবিলা নূর!

ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। বর্তমানে গল্প নির্ভর কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি।

নাটকের গল্পে অবৈধ বালু উত্তোলন, উচ্ছেদ অভিযান, খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখা যাবে ইউএনওরূপী সাবিলাকে। যিনি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেন না।

নাটকটি প্রসঙ্গে সাবিলা বলেন, গত ঈদের পর থেকেই আমি বেছে বেছে কাজ করছি। সামাজিক বার্তা থাকে এমন কাজগুলো বেশি করছি। সেদিক থেকে ‘আপোষহীনা’ খুবই স্পেশাল। আমি মনে করি, নাটকটি দেখে দর্শক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা পাবেন।

সম্প্রতি রাজধানীর পার্শ্ববর্তী ধামরাইয়ে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ‘আপোষহীনা’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে সাবিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন ইয়াশ রোহান, চাষী আলম, মাসুম বাশার, জিয়াউল হাসান কিসলু, আনোয়ার প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনরোষে পালিয়ে গেলেন ইউএনও
‘আ.লীগ ফিরে আসবে’ বলা ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার
নিয়োগের ২২ বছর পর বেতন পাচ্ছেন কলেজ শিক্ষক
শ্রীপুরে ইউএনওর গাড়ি ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০