যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৭:৪৭ পিএম


যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মেইড ইন চিটাগং।’ আগের বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর বায়োস্কোপ ফিল্মস তাদের প্রথম পরিবেশনা হিসেবে যুক্তরাষ্ট্রে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি দিচ্ছে সিনেমাটি।

বিজ্ঞাপন

নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসহ প্রায় ২২টি শহরের ৫১টি সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় সপ্তাহব্যাপী ২৮টি শো থাকবে বলে জানিয়েছেন বায়োস্কোপ কর্তৃপক্ষ। এ ছাড়া দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে তারা।

সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটির পরিচালক ইমরাউল রাফাত। রূপকথা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার সিনোমটির প্রযোজক এনামুল কবির সুজন। ওটিটি প্লাটফরম প্রোডিউসার বিঞ্জ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া ও চিত্রলেখা গুহ প্রমুখ।

বিজ্ঞাপন

এ উপলক্ষে সোমবার (৬ ফেব্রুয়ারি) জ্যাকসন হাইটসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ, সিনেমাটির প্রযোজক এনামুল কবির সুজন, অনলাইনে যুক্ত হয়েছিলেন সিনেমার অভিনেতা পার্থ বড়ুয়া। অনুষ্ঠানে ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অভিনেত্রী তারানা হালিম, অভিনেতা সাজু খাদেম, চিত্রলেখা গুহ প্রমুখ।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘মেইড ইন চিটাগং’ সিনেমায় বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় সাব-টাইটেল করা থাকবে। সিনেমাটি কানাডা এবং মধ্যপ্রাচ্যের দুবাই, ইউএই, কুয়তে, সৌদি আরব এবং ওমানেও পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস।

প্রসঙ্গত, ‘মেইড ইন চিটাগং’ সিনেমার ‘পেট পুরাদ্দে তুয়ার লাই’ গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। অনুষ্ঠানে সেই গানটি পরিবেশনের পাশাপাশি সিনেমার অংশবিশেষ দেখানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission