ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আরটিভিতে আজ যা দেখবেন

বিনোদন ডেস্ক,আরটিভি নিউজ

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:০৩ এএম


loading/img

আজ শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২৭ মাঘ ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

বিজ্ঞাপন

সকাল ৯টা: লাইভ টকশো: আজ পত্রিকায়।

সকাল ৯টা  ৪৫মিনিট: সকালের সংবাদ। 

বিজ্ঞাপন

সকাল ১০টা ১০মিনিট: বাংলা ছায়াছবি: ‘আমার প্রাণের প্রিয়া’। অভিনয় করেছেন: শাকিব খান, বিদ্যা সিনহা মীম প্রমুখ।

রাত ৮টা: শনিবারের বিশেষ নাটক: ‘হাই বোল্টেজ’। 

রচনা: মঞ্জুর মরু ও পরিচালনা: রাকেশ বসু। 

বিজ্ঞাপন

অভিনয় করেছেন: সুজন হাবিব, জান্নাতুল হিমি প্রমুখ।  

রাত ৯টা ২০মিনিট: দেখবেন প্রতিদিনের ধারাবাহিক নাটক: ‘শান্তি মলম ১০ টাকা’। 

রচনা ও পরিচালনা: হিমু আকরাম।  

অভিনয় করেছেন: সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ।  

রাত ১০টা: প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ও ধারাবাহি নাটক: চিটার এন্ড জেন্টেলম্যান।

রচনা: সঞ্জিত সরকার। পরিচালনায়: সঞ্জিত সরকার। 

অভিনয় করেছেন: মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ। 

রাত ১০টা ৪৫মিনিট: রাতের সংবাদ। 

রাত ১১টা ২৫মিনিট: এই মুহূর্তে বাংলাদেশ।

রাত ১২টা ১৫মিনিট: টকশো: ‘মনের কথা’। 

রাত ১.০০টা: মধ্যরাতের সংবাদ। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |