ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বিয়েটা হবে কি না জানি না : অঙ্কুশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৪৩ পিএম


loading/img

টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের দীর্ঘদিনের প্রেম। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে। অন্তর্জালে চোখ রাখলেই দেখা মেলে তাদের মিষ্টি প্রেমের খুনসুটি।

বিজ্ঞাপন

বিভিন্ন সময় এই জুটির বিয়ে নিয়ে বহু গুঞ্জন ডালপালা মেলেছে। কিন্তু তারা কবে সাত পাকে ঘুরবেন, সেটি এখনও জানা যায়নি। এরইমধ্যে নতুন ইঙ্গিত দিলেন নায়ক।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

ইতোমধ্যে অঙ্কুশের স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় বেশ সরগোল ফেলেছে। কেননা, কি বিশেষ কারণে বিয়ে না হওয়ার সম্ভবনা- সেটি খোলাসা করেননি নায়ক। তার পোস্টের নিচে নেটিজেনদের অনেকেই নানা প্রশ্ন তুলছেন। কেউ কেউ আবার তাদেরকে বিয়ে করে ফেলার পরামর্শ দিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |