ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

এবার রাখির স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন ইরানি নারী   

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:০৩ পিএম


loading/img

স্বামী আদিল দুরানির বিরুদ্ধে গেল ৬ ফেব্রুয়ারি নানা অভিযোগে মামলা করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বর্তমানে অভিনেত্রীর দায়ের করা ওই মামলায় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন আদিল।  

বিজ্ঞাপন

এবার রাখির স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক ইরানি নারী। কর্নাটকের মহীশূরের ভিভি পুরাম থানায় এ মামলা দায়ের করা হয়েছে।        

মামলার এজাহারের উল্লেখ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ইরানি নারীকে ধর্ষণ করেছেন আদিল দুরানি।  মহীশূরে ওই নারীর সঙ্গে  লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। কিন্তু পাঁচ মাস আগে বিয়ের কথা বললে রাজি হননি তিনি। সেই সঙ্গে আদিল জানায়, তার অনেক নারীর সঙ্গে এমন লিভ-ইন সম্পর্ক রয়েছে।  সেই সঙ্গে পুলিশের কাছে কোনো অভিযোগ করলে, তার নগ্ন ছবি ফাঁস করে দেবেন বলে হুমকিও দেন ওই নারীকে। পরে ৩৭৬, ৪১৭, ৪২০, ৫০৪ ও ৫০৬ আইপিসি সেকশনে মামলা করেন ওই ইরানি নারী।     

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন রাখি। স্বামীকে বহুবার নিষেধ করার পরেও পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও আসেনি আদিল।      
 
খবর : ইন্ডিয়া টুডে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |