‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না’ সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে এমনটা লিখে শোরগোল ফেলে দিয়েছেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। ঐন্দ্রিলার সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে থাকলেও এখনও কেন তাদের বিয়ে হচ্ছে না— সেটি জানতে অঙ্কুশকে ফোন করেছিলেন টালিউডের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।
অঙ্কুশের ফেসবুক পেজে পোস্ট করা একটি রিল ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কুশকে ফোন করেন প্রসেনজিৎ। কলটি রিসিভ করেন ঐন্দ্রিলা। অঙ্কুশের সঙ্গে কথা বলতে চান বুম্বাদা। সে সময় ভিডিও গেম খেলছিলেন অঙ্কুশ। ফোনটা কানে নিতেই ধমকের সুরে বুম্বাদা জানতে চান, তাদের (অঙ্কুশ-ঐন্দ্রিলা) বিয়েটা কেন হচ্ছে না? নাকি গোপনে রেজিস্ট্রি করেছেন, সেটিও জিজ্ঞেস করেন। খুব শিগগিরই তাদেরকে বিয়ের তারিখ জানিয়ে দিতে বলেন। অতঃপর আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসেই সবকিছু জানানোর আশ্বাস দেন অঙ্কুশ।
প্রসঙ্গত, টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের দীর্ঘ দিনের প্রেম। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে। অন্তর্জালে চোখ রাখলেই দেখা মেলে তাদের মিষ্টি প্রেমের খুনসুটি। বিভিন্ন সময় এই জুটির বিয়ে নিয়ে বহু গুঞ্জন ডালপালা মেলেছে। কিন্তু তারা কবে সাত পাকে ঘুরবেন, সেটি এখনও জানা যায়নি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন