ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

পথশিশুদের সঙ্গে পরীর ছেলের মুখেভাত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪২ এএম


loading/img

গেল বছরের ১০ আগস্ট বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। ইতোমধ্যে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের বয়স ছয় মাস পূর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবে ছয় মাস বয়সে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। আর তাই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজ-পরী। এ আয়োজনে অতিথি হয়েছিল একঝাঁক পথশিশু। পরী নিজের হাতে তাদের খাবার পরিবেশন করেছেন।

বিজ্ঞাপন

সেই আয়োজনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরী লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত।’

বিজ্ঞাপন

ছবিতে দেখা যাচ্ছে, বাসার ছাদে সামিয়ানা-ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। মেঝেতে কার্পেট বিছিয়ে বসার আসন করা। ঘরোয়া পরিবেশেই আয়োজন করেছিলেন তারা।

এর আগে, ছেলের ছয় মাস পূর্তিতে ঘরোয়াভাবে কেক কেটে উদযাপন করেন রাজ-পরী। রাজ্যকে শুভেচ্ছা জানিয়ে মা পরী লেখেন, ‘আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |