ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইলন মাস্ককে নকল করছেন মার্ক জুকারবার্গ : কঙ্গনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ০৩:০২ এএম


loading/img

কঙ্গনা রানাউত। গত কয়েক বছর ধরে পর্দায় যত না সরব তার চেয়েও বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে সংবাদমাধ্যমের শিরোনাম হিসেবে। বিভিন্ন বিতর্কিত বিষয় ও ব্যক্তি নিয়ে আলোচনা সমালোচনা করে তিনি বার বার সামনে এসেছেন। এবার তার তীর্যক মন্তব্যের শিকার হলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। 

বিজ্ঞাপন

কঙ্গনা দাবি করেছেন, মার্ক জুকারবার্গ টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ককে নকল করছেন। সোমবার (২০ ফ্রেব্রুয়ারি) এক টুইটে তিনি এ দাবি করেন। 

গত বছরের অক্টোবরে টুইটার কিনে নেওয়ার পর সবশেষ টাকার বিনিময়ে ব্লু টিক বিক্রির ঘোষণা দেন ইলন মাস্ক। তার সেই সিদ্ধোন্তের পর রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে ‘মেটা ভেরিফাইড’ নিয়ে কথা বলার সময় গ্রাহকদের উদ্দেশ্যে টাকার বিনিময়ে ব্লুক ব্যাজ বিক্রির ঘোষণা দেন। 

বিজ্ঞাপন

অনেকেই ধারণা করছিলেন টুইটারের ব্লু টিক টাকার বিনিময়ে সিদ্ধান্তের প্রেক্ষিতে জুকারবার্গও একই পদ্ধতি অবলম্বন করছেন। 

সেই বিষয় নিয়েই টুইট করেন এক টুইটার ব্যবহারকারী। সেই টুইটেরই উত্তর দেন কঙ্গনা। 

তিনি সেখানে লিখেছেন, যখন ইলন মাস্ক এই পদ্ধতির কথা বলেছিলেন, তখন গোটা দুনিয়ার সঙ্গে তাকে লড়াই করতে হয়েছিল। সংবাদমাধ্যমে তার সমালোচনাও হয়েছির। অনেকে টুইটার ছাড়ারও হুমকি দিয়েছিলেন। এখন ওর আইডিয়াই সবাই নিচ্ছেন। জিনিয়াস হওয়ার সমস্যা এটা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |