ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দুই নারীর বাগদান, নেটদুনিয়া উত্তাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৩২ পিএম


loading/img

দীর্ঘদিন ধরে রামোনা আগ্রুমার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী, গায়িকা ও প্রযোজক রেবেল উইলসন।

বিজ্ঞাপন

অবশেষে সঙ্গীনীর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন এই অভিনেত্রী। রোববার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিজেই প্রকাশ করেছেন রেবেল উইলসন।

বিজ্ঞাপন

অভিনেত্রী ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘আমরা হ্যাঁ বলেছি!’ উইলসনের প্রতিনিধি মার্সি এঙ্গেলম্যান সিএনএনকে নিশ্চিত করেছেন যে এই জুটি তাদের বাগদান সেরে ফেলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে উইলসন এবং আগ্রুমাকে গোলাপী এবং সাদা সোয়েটার পরা অবস্থায় দেখা গেছে। ডিজনিল্যান্ডের আইকনিক স্লিপিং বিউটি ক্যাসেলের সামনে ছবিটি তুলেছেন দুজন। ছবিতে রামোনা আগ্রুমার হাতে একটি বাগদানের আংটিও দেখা গেছে। এর পর থেকেই বিষয়টি নিয়ে বেশ চর্চা চলছে নেটদুনিয়ায়।

এর আগে, ২০২২ সালের জুন মাসে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিল তারা।

বিজ্ঞাপন

আগ্রুমা পেশায় একজন সুপরিচিত ফ্যাশন এবং জুয়েলারি ডিজাইনার। ‘লেমন ভে লিমন’ নামে একটি লস অ্যাঞ্জেলেসভিত্তিক পোশাক ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা।


 
‘সিনিয়র ইয়ার’, ‘হাসেল’, ‘পিচ পারফেক্ট’-এর মতো চলচ্চিত্রের তারকা রেবেল উইলসন ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তান নিয়েছেন। তার কন্যার নাম রয়েস লিলিয়ান। এবার সেরে ফেললেন বাগদান। এই মুহূর্তে বেশ কয়েকটি হলিউডের বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

সূত্র : সিএনএন নিউজ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |