• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে কটাক্ষের শিকার রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৮
যে কারণে কটাক্ষের শিকার রাখি সাওয়ান্ত

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তিনি। কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে ফের আলোচনা আসেন বলিউডের এই মির্চি গার্ল।

মাস কয়েক আগে ‘বিগ বস’ খ্যাত টেলি তারকা আদিল দুরানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু বছর না ঘুরতেই দেখা দিয়েছে দাম্পত্যের টানাপোড়েন।

এই কান্নাকাটির তিন দিন যেতেই হাসতে হাসতে এ বিতর্কিত অভিনেত্রী জানালেন, স্বামী আদিল দুরানি তার কাছে ফিরে এসেছেন।

এদিকে ইসলাম ধর্মের নিয়মনীতি মানছেন রাখি। সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, হিজাব পরে নামাজ পড়ছেন অভিনেত্রী।

হাঁটু মুড়ে নামাজ পড়ছেন রাখি। এ পর্যন্ত সব ঠিকই ছিল। বিপত্তি অন্য কারণে। তার আঙুলের নেলপলিশ দেখেই আপত্তি জানান কেউ কেউ। মুসলমানরা নামাজ পড়ার সময় এ ধরনের প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকেন। এটাই ধর্মীয় নিয়ম। কিন্তু সেটাই ভঙ্গ করেছেন রাখি। তা দেখে ক্ষুব্ধ অনেকে।

তাদের কারও মতে, ‘নমাজ পড়ার আদবকায়দা না জানলে পড়ার কী প্রয়োজন?’ কেউ লিখেছেন, ‘রাখির আসলে সবটাই লোকদেখানো,’ কেউ বলেছেন, ‘আসলে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে ও।’

প্রসঙ্গত, গত বছরের ২৯ মে ইসলামি নিয়ম মেনে বিয়ে করেন রাখি ও আদিল। বিষয়টি নিকাহনামায় উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামদানি পরে কটাক্ষের শিকার, মুখ খুললেন জয়া
কখনও মা হতে পারবেন না রাখি সাওয়ান্ত
চোখ-মুখ-ঠোঁট ফুলে গেছে, কী হয়েছে উরফির
রাখি সাওয়ান্তকে হত্যার হুমকি, যা বললেন তার প্রাক্তন স্বামী