অভিনেতার কারণে বিব্রতকর পরিস্থিতিতে বিমান সেবিকা, ভাইরাল ভিডিও!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৬ মার্চ ২০২৩ , ১১:১৩ এএম


অভিনেতার কারণে বিব্রতকর পরিস্থিতিতে বিমান সেবিকা, ভাইরাল ভিডিও!

কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। সম্প্রতি অভিনেতার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এক বিমান সেবিকা। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ভিডিওটি শেয়ার করেছেন টেলি অভিনেত্রী প্রীতি বিশ্বাস। 

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্লেনের মেঝেতে বসে আছেন সৌরভ। কিন্তু সেদিন ঠিক কী হয়েছিল, যে কারণে এমন কাণ্ড ঘটালেন এই অভিনেতা। আর এ কারণে ব্যাপক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ওই বিমানের এক সেবিকা।   

জানা গেছে, যে সিটটি সৌরভকে দেওয়া হয়েছিল। অভিনেতার সেটি পছন্দ হয়নি। তার দাবি, পড়ে থাকা সিটই তাকে দেওয়া হয়েছে। তাই তিনি তার পছন্দ মত জায়গায় বসতে চেয়েছিলেন, আর সেটি না পেলে প্লেনের মেঝেতে বসেই যাবেন বলে জানান সৌরভ।   

বিজ্ঞাপন

অভিনেতার এসব কাণ্ড দেখে রীতিমতো হতবাক হয়ে যান ওই বিমান সেবিকা। যদিও সৌরভকে সিট আপগ্রেড করার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। আসলে সবটাই মজার ছলেই করছিলেন সৌরভ। বন্ধুরা একসঙ্গে থাকলে যেরকম মজার ঘটনা ঘটে থাকে আর কী! তাই সিট আপগ্রেড করার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। 

বিমান সেবিকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি বলে ওঠেন, না না আমি গেলে ওরা একদম একা হয়ে পড়বে। পরে সেই পরিস্থিতি সামাল দিতে আসেন যিশু। সবাইকে নিজের জায়গায় বসাতে শুরু করেন এবং মজার ছলে নিজেকে ‘পাইলট’ বলেও দাবি করেন এই অভিনেতা। 

সম্প্রতি টলিউড তারকারা রায়পুরে গিয়েছিলেন সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ খেলতে। ওই ফ্লাইটে সৌরভ দাসের সঙ্গে আরও ছিলেন যীশু সেনগুপ্ত, রাহুল, জিতু কমল, বনি ও অন্যান্য তারকারাও। রাহুলের সঙ্গী হয়েছিলেন প্রীতিও। আর তিনিই ফ্লাইটের সেই খুনসুটির ভিডিওটি শেয়ার করেন।  

বিজ্ঞাপন

খবর : হিন্দুস্তান টাইমস   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission