ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জনতার ঢিলে রক্তাক্ত গায়ক (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ মার্চ ২০২৩ , ০৩:১২ পিএম


loading/img

মঞ্চে পারফর্ম করে দর্শকদের মন ভোলানোয় ব্যস্ত ছিলেন গায়ক। কিন্তু দর্শকদের একটি অংশ তাতে খুশি হচ্ছিলেন না।

বিজ্ঞাপন

চাপ দিচ্ছিলেন নির্দিষ্ট একটি গান গাইতে। কিন্তু গায়ক জানিয়ে দিলেন, সেই গান তিনি গাইবেন না। একপর্যায়ে খেপে গেলেন দর্শকরা। ওই গায়ককে পাথর ছোড়া শুরু করেন উত্তেজিত জনতা।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার একটি অনুষ্ঠানে। আর দর্শকদের এমন আক্রমণের শিকার জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিং।

বিজ্ঞাপন

ওই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘মঞ্চে পবন সিংয়ের গানের সঙ্গে নাচছে সহশিল্পীরা। এ সময় পবন সিংকে উদ্দেশ্য করে একজন পাথর ছুড়ে মারেন। আর তা অভিনেতার ডান কানে লাগে।’

শিল্পীর ওপর এমন আক্রমণের ঘটনা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা!

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘একটি প্রাইভেট শোতে অংশ নিয়েছিলেন দুই ভোজপুরি তারকা পবন সিং এবং রাজ। তাদের গান ও অভিনয় দেখতে অনুষ্ঠানে উপচেপড়া ভিড় জমে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের এক পর্যায়ে পবন সিংকে ওই নির্দিষ্ট গান গাওয়ার অনুরোধ জানায় দর্শকরা। কিন্তু সেই গান গাইতে রাজি হননি পবন। এ গায়কের যুক্তি, গানটি নির্দিষ্ট এক জাতির জন্য তৈরি।

কিন্তু দর্শকরা পবনের যুক্তির ধার ধারেনি। এক পর্যায়ে পবনকে উদ্দেশ্য করে পাথর ছুড়তে থাকে দর্শকরা।

দর্শকদের প্রথমে শান্ত করতে আপ্রাণ চেষ্টা করে উপস্থিত উত্তর প্রদেশ পুলিশের সদস্যরা। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে লাঠিচার্জ শুরু করেন তারা। উত্তেজিত দর্শকদের পিটিয়ে সামাল দেন তারা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র : ইন্ডিয়া টিভি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |