ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

অস্কার মঞ্চে সাত গ্ল্যামার-কন্যার নজরকাড়া সাজ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ মার্চ ২০২৩ , ০৩:২৫ পিএম


loading/img

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর। বাহারি ফ্যাশনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্বখ্যাত তারকারা।  

বিজ্ঞাপন

তবে এবারের অস্কার মঞ্চের রেড কার্পেটের পরিবর্তে ছিল শ্যাম্পেন রঙের কার্পেট।  কার্পেটের রঙের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ফ্যাশনেও এনেছেন পরিবর্তন। অস্কার মঞ্চে নজরকাড়া লুকে আলো ছড়িয়েছেন সাত গ্ল্যামার-কন্যা।  

অ্যাঞ্জেলা ব্যাসেট

বিজ্ঞাপন

৯৫তম অস্কারে আকর্ষণীয় লুকে হাজির হয়েছিলেন অ্যাঞ্জেলা ব্যাসেট। তার অভিনীত ‘কুইন রামোনদা’ চরিত্রটির জন্য ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকানডা ফরএভার’-এর সেরা সহযোগী অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর পরনে ছিল বেগনি রঙের একটি গাউন। তার সঙ্গে গলায় পরেছিলেন রুপোলি হার ও অভিনেত্রীর হাতে ছিল সিমার দেওয়া ঘন নীল রঙের বল ক্লাচ।   

এমিলি ব্লান্ট   

বিজ্ঞাপন

‘ভ্যালেন্টিনো’ সংস্থার পোশাক পরেছিলেন এমিলি ব্লান্ট। কাঁধ খোলা, সাদা গাউন এবং হালকা মেকআপে সবার নজর কেড়েছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। হাত ঢাকা ছিল একই রঙের গ্লাভসে। সেই সঙ্গে হাতে ছিল সাদা রঙের ক্লাচ ও কানে পরেছিলেন ঝোলা কানের দুল।   

বিজ্ঞাপন

লেডি গাগা 

পপ তারকা লেডি গাগার পরেছিলেন কালো রঙের করসেট ‘ভারসাচে’ গাউন। গলায় হিরের গয়না। প্রায় কোমড় পর্যন্ত ঢাকা ছিল স্বচ্ছ কাপড় দিয়ে।

কেট ব্ল্যাঙ্কেট 

এ নিয়ে অস্কারের মঞ্চে তৃতীয় বারের মতো মনোনয়ন পেয়েছিলেন হলিউড জনপ্রিয় অভিনেত্রী কেট ব্ল্যাঙ্কেট। কালো এবং নীল রঙের পোশাকে সেজেছিলেন তিনি। কানে দুল, হাতে আংটি এবং হালকা সাজেই মাতিয়েছেন অস্কারের মঞ্চ। 

রিয়ানা 

ডিজাইনার মাইসন আলাইয়ার তৈরি কালো রঙের চামড়ার ‘কাট-আউট’ গাউনে ঝলক দেখান অভিনেত্রী রিয়ানা। যেহেতু তিনি মা হতে চলেছেন তাই, সেই বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছিল পোশাকটি। 

মিন্ডি কেলিং

অস্কারের মঞ্চে দুধ সাদা করসেট গাউন মিন্ডি কেলিং। প্রায় ১৯ কেজি ওজন ঝরিয়ে ‘স্লিম-কাট’-এর এই পোশাক আকর্ষণীয় লুকে উপস্থিত হয়েছিলেন তিনি।  

অ্যানা ডি আর্মাস 

মনরোর চরিত্রের একটি গাউনের অনুকরণে তৈরি পোশাক পরেই এসেছিলেন অস্কারে মঞ্চে। অফ হোয়াইট রঙের গাউনের শেষ প্রান্তে ছিল মাছের আঁশের মতো কাজ। একেবারেই হালকা মেকআপ এবং অলঙ্কারহীন সাজেই সবার নজর কেড়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ২০২২ সালের ‘ব্লন্ড’ ছবিতে মেরিলিন মনরোর চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অ্যানা।    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |