ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বরাবরই সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব থাকেন তিনি। প্রায় সময়ই স্বামী শরিফুল রাজ ও ছেলের ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে হুট করেই এক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে...। ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই, কিন্তু পারি না। কারণ, আমি লোক দেখানো নকল মানুষ না।’
পরীর এমন স্ট্যাটাসে মন্তব্য করেছেন স্বামী রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমরা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’
রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমণি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ, ওই যে সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’
পরীমণির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’
এদিকে পরীর এমন স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। রাজের মন্তব্যের কারণে বিষয়টি ভাইরাল হয়ে যায়। ভক্তদের নানা জনের নানা প্রতিক্রিয়া থাকলেও বেশির ভাগই তা পজেটিভ ছিল।
এদিকে রাজও একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, তাদের সন্তান রাজ্যকে নিয়ে পরীর খুনসুটি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এর পরে ২০২২ সালের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। ওই বছরই ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে এসেছে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।