ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। প্রায় ৩২ বছরের দীর্ঘ এই ক্যারিয়ারের অভিনয় জীবনে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি। অভিনেতার পাশাপাশি সাংগঠনিক হিসেবেও খ্যাতি রয়েছে মিশার।
সোমবার (২০ মার্চ) রাজধানীর ডেমরায় পরিচালক শেখ জামালের ‘ফ্রিশ অ্যান্ড বারবিকিউ’ নামের নতুন একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেতা।
প্রিয় তারকার আসার খবরে তাকে দেখতে ভিড় জমান অভিনেতার অসংখ্য ভক্ত-অনুরাগী। এমনকি মানুষ মিশাকে একনজর দেখার জন্য রাস্তাও বন্ধ করে দেয় তারা। পরে ভক্তদের অনুরোধ ও তাদের সম্মানার্থে তার সিনেমার সংলাপ শোনান ও ছবি তোলেন এই অভিনেতা।
মিশা বলেন, নির্মাতা শেখ জামাল আমার খুব ভালো বন্ধু। তার রেস্টুরেন্টের খাবার খেয়ে দেখেছি। খুবই ভালো মানের খাবার। সেই সঙ্গে, সিনেমার মানুষ হওয়ায় রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনেও সিনেম্যাটিক একটা ব্যাপার রেখেছেন তিনি। যেটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে।
সাধারণ মানুষের ভিড় দেখে তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্যই আজকের মিশা সওদাগর আমি। যদিও এত মানুষের ভিড়ে গাড়িতে অনেক দাগ লেগেছে, কিন্তু এতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই। এমনকি গাড়িটি ভেঙে গেলেও কোনো কষ্ট লাগবে না। কারণ, তাদের টাকা দিয়েই এটি কেনা। আজ আমার যা কিছু হয়েছে, সেটা এই সাধারণ মানুষের জন্যই হয়েছে। সেই সঙ্গে তাদের ভিড় ভীষণ উপভোগ করেছি আমি।
বর্তমানে মিশা সওদাগর অভিনীত ‘আগুন’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানা গেছে।