ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শাকিবের জন্মদিনে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মার্চ ২০২৩ , ০২:১৮ পিএম


loading/img

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন ছিল মঙ্গলবার (২৮ মার্চ)। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তার স্বজন, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোমাধ্যমে ভালোবাসার কথা লিখে শুভেচ্ছা জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

পোস্টে দেখা যায় শাকিব খানকে তার সন্তান আব্রাম খান জয় কেক খাইয়ে দিচ্ছেন। ছবিগুলোর ক্যাপশনে লেখা, ‘একজন বাবা ও পুত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। যখন জন্মদিনে তাদের পোশাকের মিল থাকে।’

এদিকে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ।’ সিনেমাটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। পরিচালনা করেছেন তপু খান। গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৭৯ সালের (২৮ মার্চ) জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা রাখলেন তিনি। ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯৯ সালে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |