ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্ষমা চাইলেন উরফি 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ এপ্রিল ২০২৩ , ১২:৪৮ পিএম


loading/img

ভারতের আলোচিত-সমালোচিত তারকা উরফি জাভেদ। উদ্ভট এবং খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। পোশাকের কারণে নানান ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনোকিছুতে পাত্তাই দেননি উরফি।

বিজ্ঞাপন

সম্প্রতি ফের পোশাক বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে এবার উরফির কণ্ঠে শোনা গেল ভিন্ন এক সুর। সকলের কাছে ক্ষমা চেয়েছেন এই স্টাইলিশ তারকা। সেই সঙ্গে ঘোষণা দেন, তিনি এমন কোনো পোশাকই আর পরবেন না, যা অন্যের ভাবাবেগে আঘাত করে। 

শুক্রবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড টুইটারে একটি পোস্ট দেন উরফি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য। আমি যে ধরনের পোশাক পরি, সেই জন্যও ক্ষমা চাচ্ছি। 

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, এবার থেকে বদলে যাওয়া নতুন এক উরফিকে দেখতে পাবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরবো আমি। 

তবে পোশাক শৌখিনীর এই পোস্ট দেখে চিন্তায় পড়ে গেছেন নেটিজেনদের একাংশ। হঠাৎ কী হলো উরফির! দিন কয়েক আগেও যিনি নিজের পোশাক নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন নিন্দকদের, তার হঠাৎ এমন সুর বদলে হাজারও প্রশ্ন জেগেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মনে।  

 

বিজ্ঞাপন
Advertisement

খবর : আনন্দবাজার 

 

 

I apologise for hurting everyone’s sentiments by wearing what I wear . From now on you guys will see a changed Uorfi . Changed clothes .
Maafi

— Uorfi (@uorfi_) March 31, 2023

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |