ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

অসুস্থ হয়ে হাসপাতালে ঋত্বিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ , ০৯:৪৩ এএম


loading/img

পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন এই নায়িকা। তার অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

রোববার (২ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন ঋত্বিকা। ওই পোস্টে তিনি লেখেন, ‘আবহাওয়া পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই আমার। 

গেল সপ্তাহ থেকেই বুকে কফ জমেছে, সঙ্গে কাশি এবং শারীরিক দুর্বলতা রয়েছে। হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখিয়েছি। চেকআপ করে বললেন, ইনফেকশন হয়েছে।’ 

বিজ্ঞাপন

বর্তমানে কেমন আছেন, সেটাও উল্লেখ করে অভিনেত্রী লেখেন, চিকিৎসক প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। মেডিসিন খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি। 

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের সফর শুরু করেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |