ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

তাদের জন্মদিন আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১০ সেপ্টেম্বর ২০১৭ , ০১:২৬ পিএম


loading/img

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ(১০ সেপ্টেম্বর)। একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৪১ সালের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। এছাড়া এই দিনেই পৃথিবীতে এসেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি, চিত্রনায়ক শাহরিয়াজ, টিভি অভিনেত্রী রিমি করিম। জন্মদিনে আরটিভি অনলাইন শুভেচ্ছা জানাচ্ছে তাদের।  

বিজ্ঞাপন

অভিনেতা এটিএম শামসুজ্জামানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার ভোলাকোটের বড় বাড়ি হলেও তিনি থাকতেন ঢাকার দেবেন্দ্রনাথ দাস লেনে। ১৯৬১ সালে উদয়ন চৌধূরির ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে তার সিনেমা ক্যারিয়ার শুরু। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা।

এ পর্যন্ত শতাধিক সিনেমায় চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন।

বিজ্ঞাপন

১৯৮৭ সালে কাজী হায়াত পরিচালিত ‘দায়ী কে?’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্র অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

চিত্রনায়িকা পপির জন্ম খুলনার শিববাড়ীতে। মুন্নুজান স্কুলে পড়াকালীন ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে আসার আগে তিনি শহীদুল হক খান পরিচালিত ‘নায়ক’ নাটকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবি দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

‘কি দারুন দেখতে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন শাহরিয়াজ। চলচ্চিত্রে আগমনের পূর্বে এবং চলচ্চিত্রের পাশাপাশি শাহরিয়াজ টিভি পর্দায়ও অভিনয় করেন। শাহরিয়াজ পড়াশোনা করেছেন খুলনায়। অন্যদিকে টিভি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন রিমি করিম। এই অভিনেত্রী গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

বিজ্ঞাপন

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |