ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

কর্নাটক সীমান্তে আটক বনি কাপুরের গাড়ি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ এপ্রিল ২০২৩ , ১০:৪৪ এএম


loading/img

বলিউডের জনপ্রিয় প্রযোজক বনি কাপুরের গাড়ি আটক করা হয়েছে কর্নাটক সীমান্তে। আর কিছুদিন পরেই কর্নাটকে নির্বাচন। আর এর মাঝেই তার গাড়ি আটক হল সেই রাজ্যের সীমান্তে। সেই সঙ্গে ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নথি-বহির্ভূত লাখ টাকার রুপার জিনিসপত্র।    

বিজ্ঞাপন

শুক্রবার (৮ এপ্রিল) দাবনাগিরি এলাকার চেকপোস্ট থেকে বনি কাপুরের একটি বিএমডব্লিউ গাড়ি আটক করে নির্বাচন কমিশন। ওই গাড়ি থেকে প্রায় ৬৬ কেজি রুপার জিনিসপত্র উদ্ধার করেন তারা। যার মধ্যে রুপার চামচ, থালা, জলের পাত্রসহ প্রায় ৩৯ লাখ টাকার রুপা উদ্ধার করা হয়।     

জানা গেছে, চেন্নাই থেকে পাঁচটি বাক্সে ভরে ওই জিনিসপত্র মুম্বাইতে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু প্রয়োজনীয় নথি না থাকায় যে বিএমডব্লিউ গাড়ি করে সেগুলো নেওয়া হচ্ছিল, সেটা আটক করে রাজ্যের স্থানীয় পুলিশ। 

বিজ্ঞাপন

গাড়ির চালক সুলতান খান ছাড়াও ওই গাড়িতে হরি সিংহ নামের এক ব্যক্তিও ছিলেন। গাড়ির কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, বেভিউ প্রোজেক্ট প্রাইভেট লিমিটেডের এই গাড়ি আসলে বনি কাপুরের সংস্থার।       

সুত্র হতে আরও জানা গেছে, গাড়ির চালককে বেশ কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তারা জানান, এই বহুমূল্যের জিনিস প্রযোজকের পারিবারিক সম্পত্তি। তবে পুলিশের তরফে এই বিষয়ে এখনও কোনো কিছু জানানো হয়নি।

খবর : আনন্দবাজার    
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |