আবুল আর বাবুল থাবা পার্টির সদস্য। সবকিছুই এখন যেহেতু ডিজিটাল। তাই, তাদের কর্ম পদ্ধতিও ডিজিটালে আনার জন্য প্লান করে। সেই প্লান মোতাবেক তারা বাসে মোবাইলে গান বাজিয়ে পকেট কাটে। তা-ও আবার যেই সেই গান নয়, রবীন্দ্রসংগীত।
তারা অফিস আওয়ারের ভিড়ে বাসে উঠে মোবাইলে রবীন্দ্রসংগীত বাজিয়ে একজন আরেক জনকে কোড পাঠায়। সেই কোড দিয়ে একজন আরেক জনের সাথে ইঙ্গিত করে কখনও মেয়েদের ব্যাগ থেকে টাকা সরানোর ইঙ্গিত দেয়, কখনও বাস থেকে নেমে পড়ার সিগন্যাল কখনও পকেট থেকে ম্যানিব্যাগ তোলার সংকেত।
এই ধরনের নানা সংকেত নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটির নাম ‘থাবা পার্টি’। রচনা জুয়েল এলিন ও পরিচালনা জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিম অনিক, হিমি আহসান, সোহাগ প্রমুখ। এটি ঈদের চতুর্থ দিন মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টায় প্রচার হবে আরটিভিতে।