• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ভালো স্বামী হতে চাই: সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ মে ২০২৩, ১৬:২০
সালমান মুক্তাদির
ছবি : সংগৃহীত

গেল মঙ্গলবার হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। তবে স্ত্রীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করলেও তার পরিচয় উল্লেখ করেননি সালমান।

এতে এই দম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। আদৌ তারা বিয়ে করেছেন কি না? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে সালমানের কমেন্টবক্সে।

এবার বিয়ের সত্যতা নিশ্চিত করতে দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে সালমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি হয়েছে। আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের এই শুরুর সময়টায় আমরা খুব ব্যস্ত।’

সালমান আরও লেখেন, ‘আমরা বিয়ের সম্পর্কটা খুবই সাদামাটাভাবে রাখতে চাই। একই সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে চাই, সব ধরনের মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাচ্ছি আমরা।’

অভিনেতা বলেন, ‘যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খোঁজার চেষ্টা করছেন, তারা কখনোই মানুষের সুখের সময়ে পাশে দাঁড়াতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

সবশেষে ভালো স্বামী হওয়ার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন সালমান মুক্তাদির।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ. আফ্রিকা-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামে সন্তান প্রসব
বিয়ের আগেই গর্ভবতী নায়িকা, অতঃপর...
বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নুসরাত ফারিয়া
যে কারণে রাজনীতিবিদ বিয়ে করতে চান ‘ভাইরাল কন্যা’ সিঁথি