ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন শাকিবের নতুন নায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ মে ২০২৩ , ০৯:২০ এএম


loading/img

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এতে প্রথমবারের মতো পর্দায় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। তাই বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন শাকিবের এই নতুন নায়িকা।  

বিজ্ঞাপন

শুক্রবার রাত ১১টার দিকে সিনেমার নির্মাতা হিমেল আশরাফ অভিনেত্রীর সেই ভিডিওটি পোস্ট করেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।  

ওই ভিডিওতে ইধিকা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়।  

বিজ্ঞাপন

এ দিকে ইধিকার অভিনয়ের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা। ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। 

হিমেল আশরাফ বলেন, প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা ইধিকা পালকেই চূড়ান্ত করেছি। তার বাংলাদেশে আসার ভিসা হয়েছে। আগামী ৮ মে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান এবং ইধিকা যোগ দেবেন আগামী ১১  মে।  

নির্মাতা আরও বলেন, ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের জন্যে নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন শাকিব। নিজের লুকেও অনেক পরিবর্তন এনেছেন। এমনকি এই সিনেমার কারণে ওজন কমিয়েছেন ঢালিউডের এই কিং। চরিত্র ও গল্পের প্রয়োজনে শাকিবের নতুন লুক ক্রিয়েট করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।  

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |