ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

‘জানরে’ গানে জমজমাট সুলতানপুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ মে ২০২৩ , ০৪:০৩ পিএম


loading/img

ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন স্নিগ্ধজিত। সেই স্নিগ্ধজিতের গাওয়া প্রথম বাংলাদেশি গান ‘জানরে’। সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’-এর প্রথম গান। সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার (২ জুন)।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘সিনেমাটির কোনো ক্ষেত্রেই আমি কোনো কম্প্রোমাইজ করিনি। এই সিনেমাটির গল্পই হচ্ছে মূল নায়ক। অভিনয়শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। এ কারণে গানের ক্ষেত্রেও এক নতুন মাত্রা পাবে দর্শক শ্রোতারা।’

সুলতানপুর সিনেমাটির ‘জানরে’ গানটির দৃশ্যে অভিনয় করেছেন সানজু জন ও অধরা খান। এ ছাড়াও এর মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও ফারুক সুমন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নির্মাতা সৈকত নাসির তার পলিটিক্যাল অ্যাকশন সিনেমা ‘দেশা-দ্য লিডার’ সিনেমাটির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সেটি ছিল এই নির্মাতার প্রথম সিনেমা। এর দীর্ঘ কয়েক বছর পর তিনি আরও একটি পলিটিক্যিাল থ্রিলার অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |